ডেস্কঃ
”মানবিকতাই হোক আমাদের প্রয়াস,সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে”
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিকারী ও স্বাস্থ্যকর স্থান হিসেবে সু- খ্যাত প্রিয় কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার স্বনামধন্য কালারমার ছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাণের প্রতিষ্ঠান কালারমার ছড়া উচ্চ বিদ্যালয়েয় উদীয়মান প্রাক্তন ছাত্রছাত্রীদের ৩৬ টি ব্যাচের সমন্বয়ে গঠিত “প্রাক্তন ছাত্র পরিষদ”কাউবি। প্রিয় পরিষদ প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।।তারই ধারাবাহিকতায় গোটা বিশ্ব যখন করোনায় ধরাশায়ী হয়ে এক মহা ক্রান্তিলগ্ন অতিক্রম করছে তখনই এই পরিষদ গরীব,নিঃস্ব,অসহায় ও খেটে খাওয়া মানবের পাশে মানবতার ঝুলি নিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।তার বাস্তবতার অভিপ্রায় হিসেবে ৬০০-৭০০ অসহায় পরিবারের সামন্যতম হলেও অসহায়ত্ব লাঘবের মানসে গতকাল ত্রাণবাহী পিকআপ প্রিয় প্রতিষ্ঠানে পৌঁছানোর পর আজ প্যাকেজিং হচ্ছে।আগামীকাল শুক্রবার সকাল ৯ টায় প্রাণের প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকেই উক্ত ত্রাণসামগ্রী এলাকার প্রিয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে ইনশাল্লাহ।আসুন আমরা এ-ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির সনদ ক্রয়ে প্রতিযোগিতায় লিপ্ত হই। মানবিকতাই হোক আমাদের প্রয়াস ,সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে, এই স্লোগানকে স্বরন করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জনì সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান অত্র পরিষদের সভাপতি /সাঃ সম্পাদক ,,,