তানভীর আহাম্মেদ :
গাঁয়ে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় খাবার রেস্টুরেন্টগুলোতে খাবার কিনতে সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভীড়। নিজের ও পরিবারের জন্য খাবার কিনতে সন্ধ্যা থেকে লাইন দিয়ে খাবার কিনতে দেখা গেছে রেস্টুরেন্ট গুলোতে। এতে ভোগান্তীতে পড়েছে সাধারণ মানুষ আর হিমশিম খেতে হয়েছে হোটেল মালিকদের খাবার সরবরাহ করতে। অনেক রেস্টুরেন্টে খাবার শেষ হয়ে যায় সন্ধ্যার পর পরই। হোটেল মালিকরা জানান, প্রতিদিনের ন্যায় আমরা দিন গননা করে কোন দিন ক্রেতা বেশী থাকে সে দিন হিসেব করে রেস্টুরেন্টগুলোতে খাবার রান্না করে থাকি। আজ এতো বেচাকেনা হবে সেটা আমরা ভাবতে পারিনি। গ্যাস সরবরাহ না থাকা কারণে শত শত লোক আসতে থেকে রেস্টুরেন্টে। অতিরিক্ত খাবার না থাকায় সন্ধ্যার আগেই খাবার শেষ হয়ে গেছে। পরে ডিম ও হোটেলে থাকা তরিতরকারী নিয়ে নতুন করে চুলোতে রান্না করে লোকদের সরবরাহ করেছি। অনেক মানুষ খাবার না পেয়ে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরাঘুরি করেছে। অনেকে খাবার না পেয়ে পাউরুটি ও কলা কিনে নিয়ে গেছেন।