তাজ চৌধুরী, দিনাজপুর
থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বুধবার মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০’ উদ্বোধন করেন।
তার ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে রাস্তার সংষ্কার করার অঙ্গীকার নিয়ে আজকে খানসামা উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ এর নেতৃত্বে খানসামা থেকে কাচিনিয়া হাটের রাস্তাটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপ সহকারি প্রকৌশলী তাপস কুমার বাগচী, মোঃ শাহিনুর ইসলাম সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য অক্টোবর, ২০২০ এবং মার্চ, ২০২১ কে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। সারা দেশে এলজিইডির আওতাভুক্ত বিভিন্ন শ্রেণির মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৫৩ কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..