রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগানো ১৬ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন নারী এবং ১০ জন পুরুষ। সোমবার (০৫ অক্টোবর) সকালে রামেক হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর কাজীহাটা এলাকার মানিক (৪১), কাজিহাটা এলাকার সাইদুর (৫৫), সিপাইপাড়ার রুবেল (৩০), বিমল (২৬), ভাটাপাড়ার সিরাজুল (৩২), রজনী আক্তার (৪৪), হড়গ্রাম পূর্বপাড়া এলাকার উজ্জ্বল (৩০), জালাল হোসেন (৫০), লক্ষ্মীপুর এলাকার সিরাজুল (৫৭), মনোয়ার হোসেন জীম (২৬), আলীগঞ্জ এলাকার মিঠুন (২৫), আসমা বেগম (৪০), তালাইমারী এলাকার ফারজানা (২৫), বাকির মোড় এলাকার রূপা (৩১), বাঘা সদরের সারাতন খাতুন (৪৫) এবং পুঠিয়ার রঘুনাথপুর এলাকার আবু সাঈদ (৫৯)।
এ তথ্য নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর এলাকায় রামেক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে রোগীদের কম খরচে টেষ্ট করিয়ে দেয়ার নাম করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।