মো. ইউসুফ: লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক চাপায় কলেজ ছাত্র মো. ডালিম উদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের হাজী এ গফুর উচ্চবিদ্যালয়ের সামনে রামগতি- নোয়াখালী সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, নিহত কলেজ ছাত্র মো: ডালিম উদ্দিন নোয়াখালী জেলার সুবর্ণচরের সমিতি বাজার এলাকার হুমায়ুন মাঝির বড় ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় জানান, রামগতির চর পোড়াগাছা এলাকায় রামগতি- নোয়াখালীর সোনাপুর সড়কে দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিল কলেজ ছাত্র ডালিম উদ্দিন। ওসময় সে হাজী এ গফুর উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারায় সে। সে সাথে দুমড়েমুছরে য়ায় মোটরসাইকেল টি।
Leave a Reply