আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
অভিনন্দন ও ভালবাসায় সিক্ত হয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। রবিবার (১১ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গোৎসব ২০২০ পালনের প্রস্তুতি সভায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যমন্ত্রী ন্যাশনাল এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করায় উপস্থিত সকলে ডা. সায়েমুল হুদাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এর আগে, আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২০ শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন ও আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সাভার এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করায়, উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ও উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সম্মানিত সহ-সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সদস্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সাঈদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা ও তার টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।