নাহিদ নওগাঁ (পোরশা) প্রতিনিধিঃ “সাদা ছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এখারো’টায় সময় মর্যাদা প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এ দিবসটি পালিত হয়।
মর্যাদা প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল পোরশা সাপাহারের মাঠ কর্মকর্তা আসরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসার গোলাম দস্তদার হোসেন, সমাজ সেবা অফিসার ইবনে হাসান শামিম, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আগত সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন।