আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করে নিজ হাতে কোমলমতি শিশুদের মুখে ভিটামিন তুলে দেন তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার শ্রেষ্ঠত্ব অর্জন করায় সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান এবং এ অর্জন ধরে রেখে আরো ভালোভাবে সাভার উপজেলাবাসীকে সেবা প্রদানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এই পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আর এম ও ডা. নুসরাত জাহান সাথী প্রমুখ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ষ্টাফবৃন্দ।