আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারের পৌরসভার ১নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরসভার ১নং ওয়ার্ডে ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় এই সভা ও পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান, সাভার পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও ১নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী রমজান আহমেদ, পৌরসভার ১নং ওয়ার্ডের বর্তমান কমিশনার মিনহাজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় সাভার পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও ১নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী রমজান আহমেদ জানান, এই বিট পুলিশিং কার্যক্রমকে স্বাগত জানাই। আর এই বিট পুলিশিং কার্যক্রমে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন। এতে করে আমাদের ১নং ওয়ার্ডের অলিতে গলিতে যেকোনো ধরণের সমস্যা তা ইভটিজিং হোক কিংবা ধর্ষণ অথবা নারী নির্যাতন সেগুলো আমরা সহজেই রোধ করতে পারবো।
পরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী একটি বর্ণাঢ্য র্যালি ১নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।