ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন।।
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ: লতিফ মোল্লা ১লক্ষ ৮৪হাজার ৬শত ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি চৌধুরী নাদিরা মিঠু ধানের শীষের প্রতীকে ভোট পেয়েছেন ৮শত ৭৪। শিবচর উপজেলার ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ১০১টি ভোট কেন্দ্র। এসকল ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে বেসরকারীভাবে আ: লতিফ মোল্লার নাম ঘোষণা করেন। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১ শ ১ টি কেন্দ্রের ৫ শ ১৩ টি বুথে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ র্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমান আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল।
রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান জানান, স্বাস্থ্য বিধি ও নির্বাচনি আচরণ বিধি মেনে শিবচরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ২ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটার। কাস্টিং ভোটে শতকরা ৭০.০৬ ভোট পড়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ: লতিফ মোল্লা ১লক্ষ ৮৪হাজার ৬শত ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি চৌধুরী নাদিরা মিঠু ধানের শীষের প্রতীকে ভোট পেয়েছেন ৮শত ৭৪। শিবচর উপজেলার ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ১০১টি ভোট কেন্দ্র। এসকল ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে বেসরকারীভাবে আ: লতিফ মোল্লার নাম ঘোষণা করেন। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১ শ ১ টি কেন্দ্রের ৫ শ ১৩ টি বুথে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ র্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমান আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল।
রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান জানান, স্বাস্থ্য বিধি ও নির্বাচনি আচরণ বিধি মেনে শিবচরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ২ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটার। কাস্টিং ভোটে শতকরা ৭০.০৬ ভোট পড়েছে।