
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। মেয়র শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সম বেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মেয়র জানান,ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসাবে জীবনাদর্শে তিনি সততা,দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। নিজ কর্মগুণেই এ বিজ্ঞ আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।উল্লেখ্য যে, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) আজ সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বয়স বার্ধক্য এবং তিনি রক্ত শূণ্যতা ও ইউরিন ইনফেকশন রোগে ভুগছিলেন বলে তথ্য প্রকাশ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply