জিহাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার মুকুল’ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রায়পুর পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন খোকন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামীরা হলেন, ‘দৈনিক বাংলার মুকুল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, পত্রিকাটির রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু এবং দেনায়েতপুর গ্রামের বাসিন্দা মো. এসএন উদ্দিন রিয়াদ।
মামলার এজাহারে মেয়র উল্লেখ করেন, গতকাল ২৮ অক্টোবর তারিখে লক্ষ্মীপুরের স্থানীয় ‘দৈনিক বাংলার মুকুল’-এ তার তার নাম জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয় তা মিথ্যা ও বানোয়াট। সংবাদটিতে তার সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল বলেন, প্রকাশিত সংবাদের প্রিন্ট ভার্সেন একটি শব্দ অনিচ্ছাকৃত ভাবে প্রেস টাইপে ভুল হয়েছে।পরের দিনের (২৯ অক্টোবর) সংখ্যায় ও অনলাইন ভার্সনে সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছিল। এর পরেও মামলা হওয়ার বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে জানান তিনি।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন। সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব জরুরী সভা ডেকেছে। রাত ৮টায় সম্পাদক পরিষদ প্রতিবাদ সভা ডেকেছে।
এছাড়াও আগামীকাল সকালে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কয়েকজন সাংবাদিক নিশ্চিত করেছেন