শেখর চন্দ্র সরকারশিবগঞ্জ( বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, সোমবার নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক কভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়। তবে করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন। অবশ্য ডায়াবেটিস থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগ জানিয়েছেন, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, তাঁর স্ত্রী এবং দুই কন্যাসহ চারজনের মধ্যে শুধু স্যারই (জেলা প্রশাসক) পজিটিভ হয়েছেন। অন্যদের নেগেটিভ রেজাল্ট এসেছে।