আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা সমবায় অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার রিপা মনী দেবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা ও জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল।
আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সমবায় দপ্তর সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Leave a Reply