জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ ও সোনাপুর বাজারের বিভিন্ন ব্যাবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভেজাল পন্য, মেয়াদ উত্তীর্ণ খাবার, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৮টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
মঙ্গলবার (১০নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনাপুর বাজারের ভাই ভাই স্টোর (মুদি দোকান)’র ১০ হাজার টাকা, রাজধানী ব্রেড এন্ড বিস্কুট ৭হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর (মুদি দোকান)’র ২হাজার টাকা, চিটাগাং বেকারী ৫হাজার টাকা, আল শেফা মেডিসিন ৩ হাজার টাকা, অপু ফার্মেসী ৫ হাজার টাকা, কলেজ বেকারী ৫ হাজার টাকা ও শাহজাহাল বেকারীর ৫হাজার টাকাসহ ৪২ হাজার টাক জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ, বিএসটিআই কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও রামগঞ্জ থানার সাব ইন্সফেক্টর মোঃ মহসিন চৌধুরী।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, সরকারী নির্দেশনামতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে