নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ এক যুগ পর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রস্তাব করা হয়। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ সহ জেলা ছাত্রলীগের প্রস্তাবে তাসলিম উদ্দিন রুবেলকে সভাপতি ও মোঃ আবু তালেবকে সাধারণ সম্পাদক করে মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নব কমিটি গঠন করা হয়। তবে এ কমিটি নিয়ে নানান বিতর্ক ও সংঘর্ষ সৃষ্টি হয়।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারন সম্পাদক সুবাস চাকমা তাৎক্ষনিক একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেন দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ কমিটি না হওয়ায় জেলা ছাত্রলীগকে কাউন্সিল করার জন্য বলা হয়। একাধিকবার বলা হলেও তারা কোন প্রকার কাউন্সিল না করে ১৪/১১/২০২০ তারিখে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করে, যাহা গঠনতন্ত্র বিরোধী এবং খুবই দুঃখজনক।এ কমিটির মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। যে কোন মূহুর্তে অপ্রিতীকর ঘটনা ঘটতে পারে।তাই তারা মাটিরাঙ্গা উপজেলা ছা্ত্রলীগের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা দেন
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমার সাথে ফোন আলাপে তিনি বলেন।
দীর্ঘদিন কমিটি না হওয়া ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। তবে তাদেরকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সভাপতি পার্থী সাইফুল ইসলাম বলেন। কমিটি নিয়ে তার কোন বিরোধ নেই তবে মাদক সহ একাধিক মামলার ইজতেহার ভুক্ত আসামী কিভাবে ছাত্রলীগের সভাপতি এবং বিএনপি জামাত কর্মী কিভাবে সাধারণ সম্পাদক হয়। এ বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তবে এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি তছলিম উদ্দিন রুবেল বলেন। কমিটি নিয়ে তার কোন মত বিরোধ নেই তবে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক কমিটি নিয়ে যেকোনো সিন্ধান্তই তিনি মেনে নিবেন।