মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় এক গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি।) শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের আমজাদের কাঠগোলার সামনের পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মোঃ মিজানুর রহমান এর ছেলে মোঃ মেহেদী হাসান। এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের আফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আলম চৌধুরীর জানিয়েছেন,মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এর নির্দেশনায় ও এসআই তন্ময় কুমার দেবনাথ,এএস,আই মোঃ নাসির উদ্দিন কং-আল মামুন কং-জহির উদ্দিন কে সাথে নিয়ে বিনেরপোতায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১কেজি গাঁজা সহ মোঃ মেহেদী হাসান নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। তার নামে একাধিক মাদকের মামলা ও রয়েছে বলে জানান তিনি। ওই মাদক ব্যবসায়ী কে মাদকের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।