করোনাকালে মানবিক বিবেচনায় সময়ক্ষেপণের লিখিত পরীক্ষা মওকুফ করে ভাইভার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষানবীশ আইনজীবী রাতুলুজ্জামান রাতুল,হাফিজার রহমান,শাহিনুর রহমান, সাগর তালুকদার, আব্দুল গফুর, রাশেদুল হক রাশেদ, ফেরদৌস ইসলাম,আরিফ হোসেন,শামসুন নাহার কুসুম, তাসমিন লাকি, পারুল আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর আইনজীবী তালিকাভুক্তির অন্ততপক্ষে একটি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নির্দেশনা থাকার পরও নিয়মিত পরীক্ষা হয়নি। প্রায় ৩ বছর পর চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আবারো ৮ মাস যাবৎ আইনজীবী তালিকাভুক্তির প্রক্রিয়াটি ঝুলে আছে। ফলে এমসিকিউ উত্তীর্ণ ১২ হাজার ৭৭৮ জন শিক্ষানবীশ আইনজীবী চরম অনিশ্চয়তায় মানবেতর দিনযাপন করছে।
বক্তারা আরও বলেন, করোনাকালে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপ্রমোশনসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও প্রনোদনা প্রদান করা হলে শিক্ষানবীশ আইনজীবীদের একটি যৌক্তিক ও মানবিক দাবি কেন বাস্তবায়িত হবে না। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে বেতন চাই না, ভাতা চাই না শুধু কর্মে প্রবেশের অনুমতি চাই।