জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় মাস্ক পরা না থাকায় ৬ জনের কাছ থেকে ৩ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রত্যেক প্রতিষ্ঠানে “নো মাস্ক নো সার্ভিস” নিশ্চিত করতে সবাইকে নির্দেশ দেওয়া হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত।##