শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১৫০ পিচ ইয়াবা নিয়ে ৮ মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভূক্ত আসামীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি বগুড়ার একটি টিম ইং-২৫/১১/২০২০ তারিখ ৫.১৫ মিনিটে বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা রেলগেট হইতে কাহালুগামী রাস্তায় অবস্থিত হাজির মিল মোড় হইতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৫০ পিচ ইয়াবা নিয়ে ৮ মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী রুহুল আমিন ওরফে রবিন (৩৬), পিতা-জহুরুল ইসলাম, সাং-চাঁদমুহা হাট, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে এবং ১০০ পিচ ইয়াবাসহ সুদূর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বগুড়ায় বিক্রয়ের উদ্দেশ্যে আগত মাদক ব্যবসায়ী মুছা ওরফে জাফর(৩৮), পিতা-শফি, সাং-পূর্ব চর রমিজ(চরসিতা পণ্ডিত বাড়ী), থানা-রামগতি,জেলা-লক্ষ্মীপুর,বর্তমান সাং-হাজি পাড়া(ভূট্টু মুন্সির বাড়ী) থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজা ওয়ারেন্টভূক্ত আসামীকে বগুড়া সদর থানার সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানো হয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।