আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে সোমবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, কিশোর গ্যাং নিয়ে আলোচনা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে আজকের সভায় আলোচনা করা হয়েছে। এব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কেও নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স, সাভার মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) নির্মল, আশুলিয়া থানার ওসি (ইন্টেলিজেন্স) ফজলুল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ সহ সাভারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্যগণ।