রেখা মনি
শুনেছি ভালোবাসা নাকি বেচাকেনা হয় আজকাল ,
দারুণ লোভনীয় পণ্য সেটি !
মাঠে-ঘাটে, স্কুল-কলেজ আর অফিস-আদালতে —
সব খানেই প্রেমের পসরা সাজিয়ে বসে থাকে
প্রেম পিয়াসীরা !
নানাবিধ প্রেমপণ্যের সমাহার সেথায় !
স্থায়ী, ক্ষণস্থায়ী, খণ্ডকালীন, অথবা পরকীয়া – চাইলেই পাওয়া যাবে ঈপ্সিত প্রেম।
শিক্ষার্থীর নাম্বার বাড়াতে শিক্ষকের প্রেমে পড়লেই কেল্লাফতে!
বসের বাহুলগ্ন হতে পারলেই উচ্চতর বেতন মিলে যাবে হাতে , আবার
নিঃসঙ্গতার অজুহাতে,ভিন্ন স্বাদের উছিলায় কেউ কেউ নিজেকে বিকোয় হোটেলের সফেদ চাদরে।
এমনকি কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে প্রেমের অভিনয়ে নিজেকে প্রতারিত করে।
কী চমৎকার রমরমা ব্যবসা এখন প্রেম বাজারে !
কৈফিয়তের ধার ধারেনা এসব প্রেম সূত্র ,
ইচ্ছে মতো দেয়া হচ্ছে প্রেমের লাইসেন্স যত্রতত্র।
বসছে হৃদয় বেচাকেনার হাট,
আলু পটলের চেয়েও নিম্নগামী আজ ভালোবাসার দর।
কাঁচের বয়ামের মতো ঠুনকো তার আয়ু ,
টোকা লাগলেই দুড়ুম !
কিন্তু এমনতো হবার কথা ছিলনা, ছিলনা কোন কারণ !
তবুও প্রেম আজ পথচারীর
পায়ে পায়ে ঘুরে বেড়ায় চাহিদা মাফিক,
আত্মসমর্পিত নষ্টের আবরণে৷
আহত পাখির খুবলানো দেহের অবশিষ্টাংশ হয়ে প্রেম
আজ ক্ষতবিক্ষত।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..