শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কল্পে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করে।
পরে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৫জন শ্রেষ্ঠ জয়িতাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, শিক্ষা কর্মকর্তা গোলাম ছারোয়ার প্রমুখ। জয়িতারা হলেন উম্মে রানী, মল্লিকা, তাছলিমা বেগম, রুমি আকতার, রুমী ছালেহা প্রমুখ। এবারের প্রতিপাদ্য ছিলো “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”।