শুক্রবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি রেস্টুরেন্টে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটি ও গাজীপুর জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এম নিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ বারী, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আমিন সিকদার, সহ সভাপতি এম এ ছালাম শান্ত, সাংগঠনিক সম্পাদক ও মুক্তবলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসসের সিনিয়র সাংবাদিক শেখ মোঃ শহিদুল্লাহ, সদস্য আঃ ছালাম, মাফুজা আক্তার মনি, আইয়ুব রানা প্রমুখ। এছাড়া সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply