শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে তাবাচ্ছুম (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নসরতপুর গ্ৰামের জনৈক বাদশা মিয়ার বাঁশ ঝাড়ের ভিতর থেকে শিশু তাবাচ্ছুমের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু তাবাচ্ছুম নশরতপুর গ্ৰামের বেল্লাল হোসেন খোকনের মেয়ে।স্হানীয়দের ধারণা ওয়াজ মাহফিল থেকে কৌশলে শিশু তাবাচ্ছুম কে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধুনট থানা সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৮ টার দিকে দাদা আব্দুস সবুর,দাদি ও দুই ফুফুর সাথে নসরতপুর গ্ৰামের এক ওয়াজ মাহফিলে যায় শিশু তাবাচ্ছুম। মাহফিল ময়দানে আরও অন্যান্য দর্শনার্থীদের ন্যায় একাকি ঘোরাঘুরি করতে থাকে শিশু তাবাচ্ছুম। রাত আনুমানিক ১০ টার দিকে নিখোঁজ হয় তাবাচ্ছুম ।
পরে আত্নীয় স্বজন সহ স্হানীয়লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন রাত আনুমানিক ১ টার দিকে ওই গ্রামের জনৈক বাদশা মিয়ার বাঁশ ঝাড়ের ভিতর থেকে শিশু তাবাচ্ছুমের মৃতদেহ উদ্ধার করে। তাকে রাতেই অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধারণা করা হচ্ছে ১৪ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১০ টা হতে ১৫ তারিখ মঙ্গলবার রাত ১ টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি তাবাচ্ছুম কে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত রহস্য জানা যাবে।এ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।