কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা সীমান্তের একটি বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, ৪৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনন্তপুর ক্যাম্পের সহযোগিতায় লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের হাবিলদার রফিকের নের্তৃত্বে বৃস্পতিবার দিবাগত রাত ২ টায় এ অভিযান করা হয়। এসময় আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৭ এর সাব পিলার ৫ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় মাদক চোরাকারবারী ফজলে রহমানের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানে ফজলে রহমানের বাড়ী হতে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ৪৩৪ পিস ইয়াবা এবং ৮ কেজি গাঁজা জব্দ করে কাশিপুর বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। ফজলে রহমান ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবির উপস্থিতিটের পেয়ে বাড়ির সকলেই পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এস এম তৌহিদুল আলম মাদক ও গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারী ফজলে রহমানের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..