আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও ৩০ দিন বন্ধ থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সীমান্ত। তিন দেশের সরকার এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই পর্যন্ত তিন দেশের সীমান্তে থাকছে কড়াকড়ি। গত ১৮ মার্চ এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তা চতুর্থ দফা বাড়ানো হলো। ট্রুডো বলেন, ‘সীমান্তের দুই পাশের মানুষের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হলো, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো আমরা। হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব চ্যাড উল্ফ এক বিবৃতিতে জানান, কানাডা ও মেক্সিকোর সীমান্তে আগের মতোই কড়াকড়ি থাকছে। তবে স্বাস্থ্যসেবা, বিমান ক্রু এবং খাবার ও ওষুধ সরবরাহকারী ট্রাক ড্রাইভারদের মতো জরুরি সেবা কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীও একই কথা জানিয়েছেন টুইটারে। প্রায় তিন মাস বন্ধের পর সীমান্ত খুলে দেওয়ার শঙ্কায় ছিল কানাডিয়ানরা। কারণ প্রতিবেশী দেশ দুটিতে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে ২২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মেক্সিকোতে দেড় লাখ ছাড়িয়েছে। কানাডায় আক্রান্তের সংখ্যা ৯৯ হাজারের বেশি।