গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়ণে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়ণে ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্ধোধন এবং অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কবি সুকান্ত অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠান ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও অবহিতকরণ সভায় প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ, অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু বক্তব্য রাখেন। প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বলেন, এই প্রকল্পের উপকারভোগীদের বাড়িতে ৫টি গভীর নলকুপ ও ৬টি লেট্রিন স্থাপন করে দেওয়া হবে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী ৩০ শে জুনের মধ্যে কাজ শেষ হবে।