রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী- শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব ভ্যানগার্ড কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা ফোরামের সংগঠক গোলাপী বেগম। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাসদ রংপুর জেলা আহ্বায়ক, কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব, মমিনুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রফ্রন্টের সহ-সভাপতি প্রহ্লাদ রায়, সাধারণ সম্পাদক, মৌসুমি আক্তার মৌ, বেরোবি ছাত্রফ্রন্টের সভাপতি ও মহিলা ফোরামের সংগঠক,
রিনা মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের নারী-শিশুর উপর নির্যাতন-সহিংসতা-ধর্ষণ-হত্যা পূর্বের যে কোন সময়ের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। এসব ধর্ষণ, নারী নিপীড়ণের ভয়াবহতা আমাদেরকে মুক্তিযুদ্ধের
সময়ে হানাদার বাহিনী দ্বারা সংঘটিত নারী নির্যাতনকেই স্মরণ করিয়ে দেয়। ঘরে, বাইরে, পাহাড়ে, সমতলে, পথে, গণ পরিবহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সকল স্থানেই নারী শিশুরা নির্যাতনের শিকার হোন। কোন মানুষ ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না, সমাজের নানা অসঙ্গতিপূর্ণ আচরণবিধির মধ্যেই সে ধর্ষক হয়ে ওঠে। ধর্ষকের প্রধান কারণ সমাজের নারী-পুরুষের অধিকারের অসমতা। সমাজে নারীকে মানুষ হিসেবে মর্যাদা না দেওয়া, নারী পুরুষের সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে নারীর অধিকার ও
মর্যাদা নিশ্চিত করতে হবে।