
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার- টেকনাফের আলোচিত এলাকার
শামলাপুর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪৪ পরিবারের ৬৭০ জন নারী-পুরুষ ও শিশু ২০ নং ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।এটা প্রথম গমন তবু ধারাবাহিকভাবে নিরাপত্তার স্বার্থসহ পর্যটন এলাকা বিবেচনা করে পুরা ক্যাম্পটি ক্লোজ করা হতে পারে।
২৩ নং ক্যাম্পের হেড মাঝি মাওঃআবুল কাশেম-সহ বিভিন্ন সুত্রে জানা যায় বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ২টারদিকে ২৩নং শামলাপুর বিভিন্ন ব্লক হতে অন্যান্য ক্যাম্পে যেতে ইচ্ছুক ১৪৪ টি পরিবারের ৬৭০ জন রোহিঙ্গা সদস্য আরআরআরসি অফিস কর্তৃক প্রদানকৃত ৯টি বাস ও ৪ টি ট্রাক যোগে উখিয়া উপজেলার কুতুপালং এবং বালুখালীর বিভিন্ন ক্যাম্পে গমন করেছে। এর মধ্যে যে সব ব্লক থেকে রোহিঙ্গারা ক্যাম্প ক্লোজ করে গেছেন তা হচ্ছে।
ক-ক্যাম্প২০ এ গেছে-১৫ পরিবার-৪৭ জন
খ-ক্যাম্প ২০ঢ এ গেছে-১১৬ পরিবার ৫৮১ জন।
গ-৪ ক্যাম্পে-২ পরিবার ০৭ জন
ঘ-ক্যাম্প ৯ এ তিন পরিবার ১২ জন।
ঙ-ক্যাম্প-১৫ এ এক পরিবার -০২ জন।
চ- ক্যাম্প ২৬ এ এক পরিবার -০২ জন।
ছ-ক্যাম্প১৪ তে তিন পরিবার -১১ জন।
জ-ক্যাম্প -১৩ তে এক পরিবার ০৬ জন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কতিপয় রোহিঙ্গা পূর্ব পাড়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে বাহারছড়ায় পাহাড়ি পাদদেশে অবস্থিত ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কিছু রোহিঙ্গা বাড়িতে পালিয়ে থাকে এতে করে তাদের
অপরাধ আরো বৃদ্ধি পায় তাই রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply