
সোমেন সরকার
পাঠানটুলি এলাকায় নির্বাচনী সংঘাতে একজন নিহতের ঘটনায় কাওন্সিলর প্রার্থী আব্দুল কাদের সহ ২৬ জন গ্রেফাতারের মামলায় আব্দুল কাদেরের ছোটো ভাই আব্দুর রহমানকেও আটক করা হয়।পারিবারিক, স্থানীয় সুত্র ও চট্টগ্রামের শিল্পী সমাজের সুত্রে জানা যায়
রহমান ব্যাক্তিজীবনে কখোনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না।
তিনি ছিলেন দেশ বরেন্য একজন গীটার বাদক। চট্টগ্রামের বিক্ষ্যাত ব্যান্ড ট্রাইএঙ্গেলের প্রতিষ্ঠাতা
সদস্য। যে ব্যান্ডের পথ চলা শুরু হয়
১৯৯৯ সালে।জীবনের অর্ধেকটায় কাটিয়েছেন তিনি গানের জগতে ।২০০২ সালে বাংলাদেশের সেরা ব্যান্ড প্রতিযোগীতা বেন্ডসন হেজেসে বেশ সুনাম অর্জন করেছিলো উক্ত ব্যান্ড ও গীটারিস্ট রহমান । শুধুমাত্র বিদ্রোহী প্রার্থী কাদেরের ছোটো ভাই হওয়ায় শিল্পী রহমানকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply