
সোমেন সরকার
তীব্র ঠাণ্ডার মধ্যেই বসনিয়ার ভেলুকা ক্লাদুসার একটি জঙ্গলে দিন পার করছেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীরা৷ ভয়াবহ ঠাণ্ডায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারা৷
শরণার্থী ক্যাম্পে আশ্রয় না পেয়ে, জঙ্গলের মধ্যেই হীমাঙ্কের নিচের তাপমাত্রাতে, তারা প্লাস্টিকের আচ্ছাদনে দিন কাটাচ্ছেন। এছাড়া, পাশের একটি পরিত্যাক্ত কারখানা ভবনে আশ্রয় নিয়েছেন, শতাধিক বাংলাদেশি।
সুত্রমতে অভিবাসি প্রত্যাশিরা জানায়, তারা অনেক কষ্টে আছেন, খাবার পানি না থাকায়,পান করছেন খালের পানি। কোন টয়লেট না থাকায়, উন্মুক্ত টয়লেট ব্যবহার করতে হচ্ছে তাদের। অনেকেই ইতোমধ্যে বেশ কয়েকবার চেষ্টা করেছেন সীমান্ত পাড়ি দিয়ে, ইউরোপে প্রবেশের। কিন্তু পুলিশের বাঁধার মুখে ফিরে আসেন, তাদের বেশির ভাগই৷
সরকার সহযোগিতা করলে দেশে ফিরে আসবে কিনা এমন প্রশ্নে অভিবাসিরা জানান, তাদের স্বপ্ন ইটালি, স্পেন যাওয়ার। কোনভাবেই তারা এ স্বপ্ন ত্যাগ করবেন না।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply