গতকাল রবিবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূরুঙ্গামারী সরকারী কলেজ মাঠে স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা কর্মী দেয়া হয়েছে।
জানা গেছে, নরসিংদী জেলার ঘোড়াশাল উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন একটি কারখানার জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে এই নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে। এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে প্রায় ৪০০ জন আগ্রহী প্রার্থীর মধ্য থেকে ২০ জন মহিলা ও ১২৭ জন পুরুষ কর্মীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য বাছাই করা হয় এবং এদেরকে ২৬/০১/২১ ইং তারিখে প্রশিক্ষণের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে রিপোর্ট করার জন্য বলা হয়।
নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন, প্রাণ-আরএফএল গ্রুপের এর এইচআরএম ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার পল্লব মৌলিক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে আগত এইচআর ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার (ফ্যাক্টরি) সেলিম খান এবং পিআইপি-ডিপিএল ডিপার্টমেন্টের এ্যাডমিন সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার নিখিল চন্দ্র।
প্রোগ্রামটির ব্যবস্থাপনায় ছিলো “ডোনেট ফর ভূরুঙ্গামারী” নামে একটি সামাজিক সংগঠন।
নিয়োগ প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহেদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সহ-সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল ও সোনাহাট ডিগ্রি কলেজের প্রভাষক ও দৈনিক সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডোনেট ফর ভূরুঙ্গামারীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথিদের বক্তব্যের পর করোনা প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ডে ডোনেট ফর ভূরুঙ্গামারীকে প্রত্যক্ষভাবে সহযোগিতার জন্য ভূরুঙ্গামারী উপজেলার স্বাাাস্থ্য ও পরিিবা পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূূূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহেদুল ইসলাম ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের এর এইচআরএম ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার পল্লব মৌলিক জানান আজ সোম ও আগী মঙ্গলবার ফুলবাড়ি উপজেলায় এই নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে।