
বাবু চৌধুরী -বিশেষ প্রতিনিধি
পটিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের সর্বস্তরের সকলের গুরুত্বপূর্ণ মতামতকে প্রাধান্য দিয়ে, মাননীয় প্রধাণমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ ও `ভিশন ২০৪১, সালের লক্ষ্য পুরণে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আধুনিক পটিয়ার রুপকার আলহাজ্ব সামশুল হক চৌধুরীর উন্নয়ন প্রকল্প গুলোকে সঠিকভাবে জনগণের কল্যাণে বাস্তবায়ন করে ৬নং ওয়ার্ডকে যুগোপযোগী আধুনিক ও বিশৃংখলমুক্ত পরিছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চায়। গ্যাস, রাস্তা-ঘাট, নালা, ড্রেইন, রিটানিং ওয়াল তৈরি ও মেরামত “সহ যে সব কাজ এখনো নজরে ও আনা হয়নি,, তরুণ, যুকক, বয়স্ক মুরব্বিদের মুল্যাবান পরামর্শ গুলোকে প্রাধান্য দিয়ে ৬নং ওয়ার্ডকে উন্নয়ন গতিশীল ওয়ার্ড হিসেবে গড়ে তোলায় মূল লক্ষ্য। জনগণের হক যেন জনগণ সঠিকভাবে পাক এ শ্লোগানে হিংসা বিদ্ধেষহীন সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ বিগত ১০ বছর আগে থেকে দেখে যাওয়া স্বপ্নকে বাস্তবে রুপ দিতে,জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে কাউন্সিলর প্রার্থী হয়েছি।
৬নং ওয়ার্ডের সর্বস্তরের সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।
মুহাম্মদ আবুল মনছুর
সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দক্ষিণ ঘাটা নবীণ সংঘ।
সাবেক উপদেষ্টা দঃঘাটা রোমাঞ্চক্লাব
সাবেক ছাত্রলীগ নেতা চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply