আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে তেঁতুঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সভাপতিত্বে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবন্ধীদের মাঝে ১৫ টি হুইলচেয়ার, ২০০ পিচ কম্বল,১০ টি শেলাই মেশিন, ৩০টি ক্রাচ,১০টি স্টিক ও অন্ধদের মাঝে ২০ টি চশমা বিতরন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছানিয়া আক্তার উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, শামীম আরা নীপা, উপজেলা নির্বাহি অফিসার সাভার,ঢাকা।