শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহজাহান তালুকদার (৪৫)নামে একজন কে গ্রেফতার করেছেন ভূঞাপুর থানা পুলিশ।মঙ্গলবার(১৯ জানুয়ারি)গভীর রাতে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।সে ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকার হুরমুজ তালুকদারের ছেলে।
জানা যায় মঙ্গলবার (১৯ ই জানুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর থানায় ওই ছাত্রীর বাবা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।পরে রাতেই ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আজ বুধবার (২০ শে জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত শাহজাহান তালুকদারকে টাঙ্গাইল কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার এবং বাদী সূত্রে জানা যায়,ভূঞাপুরের রাউৎবাড়ি গ্রামের ওই ছাত্রীর পরিবারের সাথে শাহজাহানের ভালো সম্পর্ক ছিল। ওই স্কুল ছাত্রীকে মাঝে মধ্যে দোকান থেকে খাওয়ার জিনিস ক্রয় করে দিতেন।এছাড়া ওই মেয়ের বাড়িতে তার নিয়মিত আসা-যাওয়া ছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীসহ তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে যান তিনি।বেড়াতে যাওয়ার সময় মেয়েটির এক ভাইকে মোটরসাইকেল চালাতে দিয়ে ছোটভাইকে সামনে বসিয়ে শাহজাহান মেয়েটিকে নিয়ে পিছনে বসেন। আর এসময় চলন্ত অবস্থায় শাহজাহান মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেয়া ছাড়াও বিভিন্ন অশালীন আচরণের মাধ্যমে শ্লীলতাহানি করেন।সন্ধ্যায় বাড়ি ফিরে এই ঘটনা মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে জানান।পরে মেয়ের বাবা বাদী হয়ে রাতেই শাহজাহানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান,পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শাহজাহান তালুকদারকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..