লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে পরিস্থিতি বেশ উত্তপ্ত। শুক্রবার এই বিষয়েই ছিল সর্বদলীয় বৈঠক। আর সেখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আশ্বাস দিয়ে জানান ভারত-চীন সীমান্তে সব রকমের প্রস্তুতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। বৈঠকের শুরুতেই রাজনাথ সিং সব দলের নেতা-নেত্রীদের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। গালওয়ান ভ্যালির সংঘাত সম্পর্কেও এদিন বর্ণনা দেন তিনি। ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চীনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। কোনও চীনা অনুপ্রবেশ হয়নি। গত ১৫ জুন গভীর রাতে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনার চরম সংঘাত হয়। সেখানেই শহীদ হন আর্মি অফিসারসহ ২০ সদস্য। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলেও জানা গেছে।