নাহিদ (পোরশা) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে মোরাশফ হোসেন (৩৫) নামে এক যুবকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে নিতপুর সীমান্তের ভারতীয় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে চোরাই পথে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান মোশাররফ। এসময় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যা তাকে আটক করে। বর্তমানে মোশাররফ কেদারাপাড়া ক্যাম্পে রয়েছেন।
সিও আরও জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
মোরাশফ হোসেন নিয়ামাতপুর উপজেলার গোইনপুর গ্রামের নুর আলীর ছেলে এবং নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর ভুট্টাপাড়া গ্রামের সামিজুল (মেম্বর) এর জামাই। সে দীর্ঘদিন যাবৎ তার শ্বশুরালয়ে থাকতো বলে জানা গেছে।