
বাবু চৌধুরী, বিশেষ প্রতিনিধি
বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর কার্যকরী কমিটির আলোচনা সভা `বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশ, এর সভাপতি মোহাম্মদ বাবু চৌধুরীর সভাপতিত্বে ও এইচ এম চৌধুরীর ফয়সাল এর সঞ্চালনায় পটিয়া পৌরসভার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে উক্ত কমিটির সভাপতি মোহাম্মদ বাবু চৌধুরী সংগঠনের প্রতিবন্ধীদের সমস্যা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এতে সমাজিক ভাবে প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা থাকা প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং আর্থিক ভাবে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সরকারি- বেসরকারি এনজিও প্রতিষ্ঠান কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় এইচ এম চৌধুরী ফয়সাল বলেন, `প্রতিবন্ধী আইন ২০০১ সালে আইন প্রনয়নে প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকান্ডে তাহাদের অংশ গ্রহণ ও সার্বিক কল্যান নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণতি আইন, সম্পর্কে তুলে ধরেন। এতে বক্তারা বলেন, সমাজের বিত্তশালী লোকেরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়াইলে প্রতিবন্ধীদের কষ্ট অনেকাংশে লাগব হতো, এমনকি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী একটা বিরাট অংশ, দেশের অর্থনীতির চাকা সচল করতে ক্ষুদ্র-কুটির শিল্প গড়ে প্রতিবন্ধীদের কাজে লাগিয়ে তাদের জীবন মান উন্নয়ন করার লক্ষে বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশ কাজ করবে বলে জানান। এতে আরও বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান। এতে একাধিক উপস্থিত সদস্য তাদের সমস্যার কথা তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন, আফরিন নিগার, প্রমি, রেশমি আক্তার, নাসরিন সুলতানা, পম্পি দে, ফেরদৌস আক্তার, রুহুল আমিন, মোঃ শাহজাহান, আব্দু রহিম, সেবেকা সুলতানা, ইমতিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ মুছা, আরফাত,শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply