আবু ছালেহ্, ব্যুরো চীফঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং সরাইপাড়া ওয়ার্ডে একজন ও
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে গুলিতে একজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে৷ এছাড়া লালখান বাজার ওয়ার্ডে সংঘর্ষে ২১ জন আহত হন বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী৷
নিহত মো. আলাউদ্দিন আলমকে (২৮) নিজের সমর্থক বলে দাবি করেছেন ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান৷
ঐ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হলেন মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী৷
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হন আলাউদ্দিন৷ ওই সময় এক নারীসহ ছয়জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘গুলিবিদ্ধ অবস্থায় আলমকে (আলাউদ্দিন আলম) সকাল সাড়ে নয়টার পর আনা হয়৷ ১০টার দিকে তিনি মারা যান৷’’
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ইউসেপ স্কুল কেন্দ্রের সামনে একজন মারা গেছেন৷” তবে কারা গুলি করেছে, আলাউদ্দিন কিভাবে গুলিবিদ্ধ হলেন, তা জানাতে পারেননি তিনি৷
আলাউদ্দিনকে নিজের সমর্থক দাবি করে বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান বলেন, ‘‘আলাউদ্দিন আমার কর্মী৷ আওয়ামী লীগ প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে গতকাল (মঙ্গলবার) থেকে এলাকায় অবস্থান নিয়েছে৷ কেন্দ্রের বাইরে গুলি করে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে৷
এ বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি৷
লালখান বাজারে তিন পক্ষের মধ্যে সংঘর্ষ
লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে ২১ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী৷
বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম শাহ আলম অভিযোগ করেছেন, ওই ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের মধ্যে সবগুলো ‘দখল’ করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন৷ আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসনাত বেলালের দাবি, বিএনপি প্রার্থীর নেতৃত্বে তার অনুসারীদের ওপর হামলা হয়েছে৷
১২নং সরাইপাড়া ওয়ার্ডে একজন নিহত হয়েছে প্রার্থী সমর্থক আপন ছোট ভাইয়ের হাতে। নিহত মুন্নাকে স্থানীয় যুবলীগ নেতা বলে দাবি করছে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..