শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ১৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাড়ি) সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ীর নাম সুরুল (৩৮) ও ফয়সাল(৪২)। তারা ঠাকুরগাঁও জেলার রানীশংকর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মোকামতলা পুলিশ শাহিনুজ্জামান শাহিন তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা স্কুল ব্যাগ থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।