আশিকুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ৫ টা পর্যন্ত প্রাণ-আরএফএল গ্রুপ, নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে কিছুসংখ্যক পুরুষ ও মহিলা কর্মীদের মেডিকেল ও ভাইভা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়, যাদের মধ্যে কুড়িগ্রাম জেলার প্রায় ১০০ কর্মীকে নিয়োগ প্রদান করা হয়।
সরেজমিনে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে দেখা গেছে, নরসিংদী জেলার ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন একটি কারখানার (আরআইপি-২)-এর জন্য কুড়িগ্রাম জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এই নিয়োগ প্রক্রিয়া গত ১৭/০১/২০২১ইং থেকে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল প্রায় ২০০ জনের মেডিকেল ও ভাইভা পরীক্ষার পর প্রায় ১২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়, যার মধ্যে শুধু কুড়িগ্রাম জেলাতেই প্রায় ১০০ জনকে প্রাণ-আরএফএল গ্রুপ নিয়োগ প্রদান করে।
নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন, প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের এইচআর ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার (ফ্যাক্টরি) সেলিম খান এবং সহযোগিতায় ছিলেন, পিআইপি-ডিপিএল ডিপার্টমেন্টের এ্যাডমিন সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার নিখিল চন্দ্র।
প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের এইচআর ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার (ফ্যাক্টরি) সেলিম খান এবং পিআইপি-ডিপিএল ডিপার্টমেন্টের এ্যাডমিন সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার নিখিল চন্দ্র দৈনিক সূর্যোদয়কে জানান, আরআইপি-২ ফ্যাক্টরি নতুন হওয়ায়, প্রচুর সংখ্যক নতুন কর্মীর প্রয়োজন৷ তাই এই রিক্রুটমেন্ট কার্যক্রম দেশব্যাপী চলমান থাকবে। তারা দৈনিক সূর্যোদয়কে আরও জানান, যেহেতু কুড়িগ্রাম জেলা অবহেলিত এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ কম, তাই তারা কুড়িগ্রাম জেলার বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার দেবে। কিন্ত তাদের শর্তানুযায়ী, প্রার্থীর বয়স অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে এবং আগামী রবিবার কুড়িগ্রাম থেকে সকাল ১০ টার মধ্যে পুরুষ কর্মী, যার আরআইপি-২ ও মহিলা কর্মী যারা পিআইপি ফ্যাক্টরির গেটে নিজেদের ১ কপি করে সিভি/বায়োডাটা, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের মূলকপি ও ফটোকপি, সকল একাডেমিক সার্টিফিকেটের (এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স) মূলকপি ও ফটোকপি সাথে নিয়ে আসবে; তাদের এসিস্ট্যান্ট অপারেটর পদে নিয়োগ প্রদান করা হবে। তারা আরও জানান প্রার্থীগণকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং সকল কাগজপত্রসহ আগামী রবিবার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে এসে ০১৮৪১৩৫৭৬৫৮ (নিখিল চন্দ্র) নম্বরে ফোন করতে হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..