আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
২৭জানুয়ারী(বুধবার) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিমচাল গ্রামের কবিরের দোকান নামক স্হানে এক অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গেছে।
মৃত্য মহিলার বয়স আনুমানিক ২৫ বছর, স্হানীয় একাধিক প্রত্যক্ষদর্শি জানান ভোরে কবিরের দোকান-খাঁন বাড়ী সড়কের পাশে একটি পরিত্যাক্ত খালি ভিটিতে ওই মহিলার মরদেহটি দেখতে পান তারা।
এই বিষযে স্হানীয ইউ,পি,সদস্য জনাব জমির হোসেনের সাথে কথা বলে জানা যায় সকাল ৭টার দিকে তার এলাকার কয়েকজন মানুষ লাশের খবরটি তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্হলে পৌছেন এবং মহিলার লাশ দেখতে পান। তাৎক্ষণাত বিষয়টি তিনি আনোয়ারা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্হলে পৌঁছেন।
এই বিষয়ে অফিসার ইনচার্জ জনাব দিদারুল ইসলাম সিকদারের সাথে কথা বললে তিনি জানান পশ্চিমচাল এলাকায় একজন মহিলার লাশ পড়ে আছে খবরটি পেয়ে তিনি দ্রুত ঘটনাস্হলে পৌঁছেন,
লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে, শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা যাচ্ছে। ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্হা নেওয়া হচ্ছে।
আপাতত মৃত্য মহিলার কোন পরিচয় মেলেনি। তদন্ত করে লাশের পরিচয় ও হত্যাকান্ডের কারণ সম্পর্কে জানা যাবে।
Surjodoy.com
Leave a Reply