1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
স্বাধীনতার ৫০ বছর পার হলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তেরখাদার ভূজনীয়া গ্রামের নারায়ন চন্দ্র ধর
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল  সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম! সাভারে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ  লোহাগাড়ায় “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উপলক্ষে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার ৫০ বছর পার হলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তেরখাদার ভূজনীয়া গ্রামের নারায়ন চন্দ্র ধর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১.০১ এএম
  • ২৫৮ বার পঠিত

জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ

১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে স্বাধীনতার ৫০বছর পার হলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তেরখাদা উপজেলার ভূজনীয়া গ্রামের মৃত নারায়ন চন্দ্র ধর। মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র ধরের পরিবার পরিজন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবার আশায় আজও মানুষের দ্বারে দ্বারে ধর্ণা ধরছে।স্বাধীন বাংলাদেশে এখন পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত হয়ে বেঁচে আছে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও একমাত্র পুত্র।মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তি না হওয়ায় অতি দুঃখ কষ্ট বুকে ধারন করে ১৯৮৭ সালে মারা যান তিনি।বাবার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তি ও গেজেট ভুক্ত করার জন্যে তার সন্তান বিষ্ণু পদ ধর স্বাধীনতার সনদ ও অস্ত্র জমার সার্টিফিকেটসহ জেলা কমান্ডার, থানা কমন্ডার ও সহযোদ্ধাদের প্রতায়ন এবং অন্যান্য কাগজ পত্র নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।নারায়ন চন্দ্র ধর -৯ নম্বর সেষ্টরে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।তার স্বাধীনতা সংগ্রামের সনদ নং-৯৬৩২৭।তাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক মুহম্মাদ আতাউল গনি ওসমানী এবং ৮ নম্বর সেষ্টরের অাঞ্চলিক অধিনায়ক স্বাধীনতা সংগ্রামের সনদ প্রদান করেন।নারায়ন চন্দ্র ধর স্বাধীনতা যুদ্ধ শেষে ১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারী তারিখ ৩০৩ রাইফেল ফুলতলা মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমাদেন।২৭/০২/১৯৭২ সালে উত্তর খুলনা মুক্তিবাহিনীর কমন্ডার ক্যাপ্টেন ফহম উদ্দিন এবং উত্তর খুলনা মুক্তিবাহিনীর প্রাধন বোরহান উদ্দিনও মুক্তিযোদ্ধার প্রতায়ন প্রদান করেন।গত ০১/০১/২০০৮ সালে উত্তর খুলনা মুক্তিবাহিনীর তেরখাদা খুলনার যুদ্ধাকালীন কমান্ডার মোঃ নুরুল হক মোল্যাও স্বীকৃতি দেন।তিনি তার লিখিত প্রত্যয়নে বলেন নারায়ন চন্দ্র ধর পাতলা ক্যাম্পে ২১ দিন প্রশিক্ষণ গ্রহন করে তার নেতৃত্বে তেরখাদা,হাড়িখালি এবং বেলফুলিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন।তার স্বাধীনতা সংগ্রামের সনদপত্র ক্রমিক নং-৯৬৩২৭। ২০০৮ সালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবার রহমান তার মুক্তিযোদ্ধের স্বীকৃতি স্বরুপ প্রত্যয়ন প্রদান করেন।নারায়ন চন্দ্র ধরের সহ যোদ্ধা ছিলেন মোঃ বোরহান উদ্দিন আহমেদ (গেজেট নং- ১২৮) লাল মুক্তিবার্তা নং- ০৪০২০২০২০১, শেখ লাহু মিয়া,লাল মুক্তিবার্তা নং-০৪০২০২০২৩৭,লস্কর শওকত আলী, মুক্তিবার্তা নং-০৪০২০২০২২১,ইসমাইল সরদার,মুক্তিবার্তা নং-০৪০২০২০২০০৪০,মকিত সরদার,মুক্তিবার্তা নং-০৪০২০২০১১৮,কেরামত আলী, মুক্তিবার্তা নং-০৪০২০২০১০৪,সুমঙ্গল, মুক্তিবার্তা নং-০৪০২০২০৩২৮,নারায়ন চন্দ্র ধরের এলাকার তালিকা নং-১০০ এবং জেলার তালিকা নং-২৫৭।নারায়ন চন্দ্র ধরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্যে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান,সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন এবং খুলনা সিটি করপরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও সুপারিশ করেন।নারায়ন চন্দ্র ধরের একমাত্র পুত্র বিষ্ণু পদ ধর বলেন, তার বাবার কাগজপত্র নিয়ে দীর্ঘ ২০টি বছর ধরে বিভিন্ন স্থানে দৌড় ঝাপ দিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে অংশ নেয়ার সকল প্রকার স্বীকৃতি আছে,কাগজপত্রও আছে অথচ রহস্যজনক কারণে মুক্তিযোদ্ধাদের তালিকায় তার পিতার নাম অর্ন্তভুক্তি হয়নি।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার বাবার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অর্ন্তভূক্তি করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান এবং সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি প্রার্থনা করেন। তার সাথে যোগাযোগ করার জন্য ০১৭২০৯০০৫৫৯ বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews