নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকার মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে ১৪ এ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বানচালের উদ্দেশে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বাঁদশার নেতৃত্বে আওয়ামীলীগের পথসভায় হামলার ঘটনায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী বড়ভাই সহ ৮ জন নেতাকর্মীরা আহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাঝগ্রামে দিবাগত রাত আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,মেয়র প্রার্থীর বড় ভাই আলামিন চৌধুরী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন নাদিম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমএম ইসলাম বিটু,উপজেলা যুবলীগের সাঃসম্পাদক কাজী মুরাদ শাকিল,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ রাজা,উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম,যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন রাব্বি,সাবেক ছাত্রলীগ নেতা স্বপন,আবুল কাশেম ও মাসুদ রানা। আহতরা সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ হামলার ঘটনায়,(৩০ জানুয়ারি) শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পৌর আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার, সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান সাদেক,সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান মিঠু,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাফুদৌলা বাবু,উপজেলা যুবলীগের সাঃসম্পাদক কাজী মুরাদ শাকিল,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ রাজা,উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
দিবাগতরাতের হামলার ঘটনার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর সাংবাদিকদের জানান,১৪ এ ফেব্রুয়ারি আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে গতরাতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাঝগ্রামে নির্বাচনী পথসভা চলাকালে
নৌকার বিজয় নিশ্চিত জেনে অনুষ্ঠিত নির্বাচনকে বানচাল করার লক্ষে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বাঁদশা সহ তার সমর্থকরা ২০-২৫ টি মোটরসাইকেল নিয়ে আমাদের পথসভায় প্রবেশ করে উৎকণ্ঠাস্বরে ধানের শীষ বলে স্লোগান দিতে থাকলে আমি সহ দলীয় নেতাকর্মীরা তাদের বাধা দিতে গেলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকা আলমগীর চৌধুরীর বাঁদশার গুণ্ডা বাহিনারা আমাকে লক্ষ করে অতর্কিত হামলা চালালে ওই হামলায় মেয়র প্রার্থীর বড়ভাই সহ ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয় এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলার সময়ে আমি থানায় খবর দিলে পুলিশের ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায় ওই হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করে পৌর আওয়ামীলীগ। হামলার বিষয়ে থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত মৌখিক অভিযোগ করা রয়েছে সকলের সিদ্ধান্ত মতে মামলার প্রস্তুতি চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..