নিতিশ চন্দ্র বর্মন নিরব পঞ্চগড় প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা তৈমুরের রহমানের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদ
জানাযায় তৈমুর রহমান ছিল মুজিববাহিনীর সদস্য, দেরাদুন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষিত, পরে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত। তবে, যতদুর জানা যায় যুদ্ধশেষের বেশ আগে সে দেশে ঢুকেছিল। শারিরিক ভাবে শক্ত সমর্থ, সদালাপী, বিনয়ী এবং অমায়িক ব্যবহারের অধিকারী একজন মানুষ ছিলন। বেশ কয়েক বছর যাবৎ এজমায় ভুগছিল, কয়েকদিন আগে কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আইসিইউ তে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে উনাকে হাস্পাতালে দেখতে যান।
দিনাজপুরের জাসদ রাজনীতির এক বিশ্বস্ত ও সম্মানিত নেতা ছিল তৈমুর শুরু থেকে। সাংগঠনিক কাজে গেলে সবাই তাঁর বাসায় উঠতো। তৈমুর ও তার পরিবার আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। পঞ্চগড় জেলা জাসদের সংগে এবং জনাব নাজমুল হক প্রধানের সংগে উনার সবসময় যোগাযোগ ছিল। প্রায় শেষ সময় পর্যন্ত, মানুষের পাশে রাজনীতি করার কথা ভেবেছে সে সবসময়। তৈমুরের মৃত্যুর মধ্য দিয়ে দিনাজপুরে জাসদ রাজনীতির এক পর্বের পরিসমাপ্তি হল, একজন বীর মুক্তিযোদ্ধার জীবনঅবসান হল, একরকম শূন্যতা অনুভব করবে সংশ্লিষ্ট সবাই।
আজ ০৩/০১/২০২১ দুপুর আড়াইটায় তার নাজাজে যানাযা অনুষ্ঠিত হয়। তিনি এক কণ্যা সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেলেন।
তৈমুরের রহমানের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদ, পঞ্চগড় জেলা শাখা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন। পাশাপাশি তার পরিবার ও সহমর্মিদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আত্মার শান্তি কামনা করেন।