
শহিদুল ইসলাম সোহেলঃ
কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শহরের সুযোগ সুবিধা ধীরে ধীরে দেশের প্রতিটি গ্রামে সম্প্রসারণ করা হচ্ছে।ফলে উন্নত রাস্তাঘাট নির্মাণ,আধুনিক শিক্ষা,স্বাস্থ্যসেবা,ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়াসহ আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে।
শুক্রবার(৫ই ফেব্রুয়ারী)মন্ত্রী তার নির্বাচনী এলাকা টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন শেষে এ কথা বলেন।
এসময় মধুপুর পৌরসভার বর্তমান মেয়র মাসুদ পারভেজ, নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী নিজ নির্বাচনী এলাকা মধুপুরের জনগণের উদ্দেশে বলেন,আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মধুপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।এছাড়া প্রায় সব রাস্তা পাকা করা সহ ব্রিজ কালভার্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেছি।আরও বেশ কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর আদর্শ আমাদের আদর্শ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতা।তার নেতৃত্বেই আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলব।যেখানে সকল মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। বাংলাদেশ ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত হবে। প্রধানমন্ত্রী আগে মানুষকে খাবার উপহার দিতেন, শাড়ি-লুঙ্গি উপহার দিতেন; এখন তিনি গৃহহীনকে ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে এদেশে কেউ আর গৃহহীন থাকবে না।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply