নাহিদ (নওগাঁ) পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ৫০ গ্রাম হেরোইন সহ মর্জিনা বেগম (৩৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর নওগাঁর টহলদল। সে চাঁপাইনবাবগঞ্জ সদরের হাকিমপুর গ্রামের জহুরুলের স্ত্রী। পোরশা থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাইতোড় রাস্তার উপর থেকে হেরোইন সহ তাকে আটক করা হয়।
আটক হেরোইন গুলি দাম প্রায় ৫ লক্ষ টাকা। সে অটোচার্জার যোগে সরাইগাছি মোড়ের দিকে যাচ্ছিল। এসময় তার ভ্যানেটি ব্যাগ তল্লাশী করে হেরোইন গুলো পাওয়া যায়। এ ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটক মর্জিনাকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ শফিউল আযম খান।