ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছিল মহিলা মার্কেট। এ মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ই মহিলা হওয়ার কথা থাকলেও মার্কেটের সব দোকানই এখন পুরুষ ব্যবসায়ীদের দখলে রয়েছে।জানা যায়, বিভিন্ন অজুহাত ও মোটা অঙ্কের জামানতের বিনিময়ে বছরের পর বছর ধরে পুরুষ ব্যবসায়ীরা এ মার্কেটে ব্যবসা করে আসছেন। ফলে নারী ব্যবসায়ীরা চাইলেও এখানে ব্যবসা করতে পারছেন না।সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, যাদের নামে মহিলা মার্কেটের দোকান ঘরগুলো বরাদ্দ ছিল তাদের মধ্যে তিনজন মারা গিয়েছেন। কেউ বিয়ে করে ঢাকায় বসতবাড়ি ও ঘর সংসার করছেন। যারা বেঁচে আছেন তারাও অধিকার থেকে বঞ্চিত।এ বিষয়ে গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউপি চেয়ারম্যান মো. রেজওয়ালুল ইসলাম রেদো জানান, তার কাছে যাদের নামে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে তার তালিকা নেই। এ তালিকা ১ নম্বর ইউপি সদস্য আব্দুল মজিদের কাছে রয়েছে। এ মার্কেট তার (ইউপি সদস্য) দায়িত্বে রয়েছে।তবে এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মজিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..