বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের গুজিয়া বন্দরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার ২ নং আসামী মাদক মামলার আসামি চাকু হাসান কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গুজিয়া বন্দরের বাবর আলী মন্ডল এর ছেলে আব্দুল হালিম কে ৩০ জানুয়ারি সকাল ৯টায় তুচ্ছ ঘটনায় পূর্ব পরিকল্পিত ভাবে উত্তর শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আপেল হোসেন (২৫), তেলিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে আবু হাসান (২৪), এনায়েতপুর গ্রামের বুলু মিয়ার ছেলে লিটন মিয়া (২৫) সহ দলবল নিয়ে গুজিয়া বন্দরে এসে ব্যবসায়ী আব্দুল হালিম এর বেকারীর দোকানে হামলা চালায়। এসময় তারা ব্যবসায়ী হালিমকে এলোপাথারী মারপিট করে ও হত্যার উদ্দেশ্যে একাধিক স্থানে চুরিকাঘাত করে । একপর্যায়ে হামলাকারীরা দোকানে ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ৩১ জানুয়ারী রবিবার সকালে গুজিয়া বন্দরের ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।